আসন্ন গণভোটকে সামনে রেখে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঈফফাত জাহান তুলি।
মঙ্গলবার উপজেলা প্রশাসন সভাকক্ষ ও পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
লিফলেটে গণভোট কী, কেন গণভোট গুরুত্বপূর্ণ, ভোটাধিকার প্রয়োগের নিয়ম এবং গণভোটে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় তথ্য তুলে ধরা হয়।
এতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণকে সঠিক তথ্য জানানো এবং ভোটাধিকার সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চালানো হবে।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোজাম্মেল হক, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. আবদুল হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















