দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাত দুই যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে।
থানা সুত্রে জানা গেছে, অজ্ঞাত ওই দুই যুবক হলেনন-দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গুচ্ছগ্রাম ও ৭নং নিউটাউন ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার সাইদুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই উপজেলার নিমনগর দক্ষিণ বালুবাড়ি লাইনপাড় এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আল আমিন (২৮)।
মঙ্গলবার সকালে তাদের পরিচয় প্রকাশ করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবীব। তিনি জানান, মরদেহ দুইটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ পর্যন্ত হত্যার কোন কারণ জানা যায়নি। তদন্ত চলছে। বিভিন্ন সংস্থাও ছায়া তদন্ত করছে। খুব দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন করা হবে।
উল্লেখ্য গত ১২ জানুয়ারি সোমবার বেলা ১১টায় ওই দুই যুবকের মরদেহ উপজেলার দল্লা বানিয়াখাড়ী এলাকায় আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















