গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুুরের পানিতে ডুবে মো. কাওসার মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশু মো. কাওসার মিয়া ওই গ্রামের ব্যবসায়ী মো. সুমন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু কাওছার মিয়া দুপুরে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। এর কিছুক্ষণ পরে শিশুটিকে আর দেখতে পান না তার পরিবারের লোকজন। পরে তারা খোজাখুজি শুরু করেন। এরই এক পর্যায়ে শিশুটিকে বসতবাড়ির পাশে থাকা পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন।
পরে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল পুকুরের পানিতে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। ওই এলাকার শোকের মাতম চলছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















