সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার শান্তি কামনায় গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে বনগ্রাম ইউনিয়নের জয়েনপুরে (আকন্দপাড়া) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
উপজেলা যুবদল নেতা রেজওয়ান হোসেন সুজনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা রহমান, সাবেক উপজেলা চেয়ারমান রেজাউল করিম রেজা, সাবেক ইউপি সদস্য শহিদ মিয়া, ইউপি সদস্য শাহিন মিয়াসহ অনেকে।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















