শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সুপারির গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপারির গাছ থেকে পড়ে মো. জিহাদ চাকলাদার (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মো. জিহাদ চাকলাদার উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের মো. আবদুল মতিন চাকলাদারের ছেলে।

স্থানীয় বোয়ালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন মো. জিহাদ চাকলাদার।

 

রোববার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।

তিনি বলেন, এর আগে গত শনিবার রাত ১ টার দিকে মারা যান ওই শিক্ষার্থী।

পরে রংপুর কোতোয়ালি থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন এবং ময়না তদন্ত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে ওই শিক্ষার্থী সুপারি পাড়ার জন্য গাছে উঠেন। এসময় অসাবধানতা বশত সুপারির গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মারা যান ওই শিক্ষার্থী।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে সুপারির গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপারির গাছ থেকে পড়ে মো. জিহাদ চাকলাদার (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মো. জিহাদ চাকলাদার উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের মো. আবদুল মতিন চাকলাদারের ছেলে।

স্থানীয় বোয়ালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন মো. জিহাদ চাকলাদার।

 

রোববার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।

তিনি বলেন, এর আগে গত শনিবার রাত ১ টার দিকে মারা যান ওই শিক্ষার্থী।

পরে রংপুর কোতোয়ালি থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন এবং ময়না তদন্ত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে ওই শিক্ষার্থী সুপারি পাড়ার জন্য গাছে উঠেন। এসময় অসাবধানতা বশত সুপারির গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মারা যান ওই শিক্ষার্থী।