জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার ৫১ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২ টার দিকে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রাম পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. খিজির উদ্দিন।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন।
আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















