গাইবান্ধা সদর উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বাপ্পি ব্যাপারী (৩০) এরশাদ মিয়া (২৭) ও নাজমুল হক (৩৫)।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি সদর থানা থেকে জানানো হয়।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে সদর উপজেলার তুলসীঘাটের কাশদহ এলাকার ইটভাটার পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ডাকাত বাপ্পি ব্যাপারী সাদুল্লাপুর উপজেলার আশাদুল ব্যাপারীর ছেলে, এরশাদ মিয়া পলাশবাড়ী উপজেলার গাবুর আলীর ছেলে ও নাজমুল হক সদর উপজেলার মৃত ভুট্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মুরারীপুর এলাকার কয়েকজন ব্যক্তি পিকনিক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় সোয়া ১১ টার দিকে কাশদহ প্রথম ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তিকে মুখে মাস্ক ও মাফলার পেঁচানো অবস্থায় সন্দেহজনকভাবে বসে থাকতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আরোহীরা দ্রুত সামনে এগিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন। মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রামের শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতদলকে ঘেরাও করে ফেলে। এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তবে তাদের সাথে থাকা আরও ৩ থেকে ৪ জন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















