শীতে কাঁপছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের দুস্থ পরিবারের মানুষেরা। যবুথবু অবস্থায় বিষন্নতায় ভুগছিলেন তারা। এরই মধ্যে কম্বল হাতে পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর (পশ্চিমপাড়া) গ্রামের কফিল মুন্সীর বাড়ির উঠানে এই কম্বল বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় এবং বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনটির প্রতিষ্ঠিতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শামীম সরদার, ভালান্টিয়ার রোহানী আক্তার, রিফান মিয়াসহ অনেকে।
এ সময় স্থানীয় উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সময়োপযোগী সহায়তার জন্য গাইবান্ধা জেলা প্রশাসন ও আইপিডিসি ফাইন্যান্সকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় অত্র এলাকার অসচ্ছল নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। যা শীতের প্রকোপ থেকে তাদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















