গাইবান্ধার সাদুল্লাপুরে গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে প্রচারণায় মাঠে নেমেছেন প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তারা।
বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকায় গণভোটের হ্যাঁ/না সম্পর্কে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়।
দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য হ্যাঁ এবং আপনি কি এমন বাংলাদেশ চান- এ ধরনের লেখার ব্যাখ্যা সন্নিবেশিত লিফলেট সাধারণ ভোটারদের হাতে তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের হ্যাঁ ও না ভোট বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহেল কাফী, উপসহকারী কর্মকর্তা আব্দুল কাদের সরকার।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















