২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে এ পরীক্ষা শুরু হয়। এতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।
মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে প্রবেশ পত্র ছাড়া অন্য কোনো কাগজ বা মোবাইল ফোন ও ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রত্যেককে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে পানির বোতল নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক পরিহিত অবস্থায় পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশদ্বারে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। এ ছাড়া পরীক্ষার্থীদের হাত স্যানিটাইজ করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পুলিশের সহায়তায় কেন্দ্রের আশপাশে গাড়ি রাখতে দেয়া হয়নি। এ ছাড়া অভিভাবকদের কেন্দ্রের কাছে অবস্থান করতে দেয়া হয়নি।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে ফটোকপি, কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিংয়ের দোকান পরীক্ষার আগের দিন রাত ৮টা থেকে বন্ধ রাখা হয়েছে। এগুলো পরীক্ষা শেষ হওয়ার পর খুলে দেয়া হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীনে দেশের ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জাগো২৪.নেট ডেস্ক 
























