গাজীপুরের কালিয়াকৈ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটসায় প্রায় ২ শত দোকানপাট ভস্মিভূত হয়।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধার দিকে কালিয়াকৈর বাজার রোডের ফলপট্টির বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয়।
এসময় মূহুর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামল ভস্মিভুত হয়েছে ব্যবসায়ীরা ধারণা করছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী হাফিজুল আমিন জাগো২৪.নেট-কে বলেন, ফায়ার সার্ভিসের দল ও স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাজীপুর 



















