গাইবান্ধার ফুলছড়িতে সমন্বিত পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সাসটেইনড অপারচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (সঙ্গ) প্রকল্পের সহযোগিতায় এসকেএসইন এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা মৎস্য অফিসার রাশেদা বেগম, সঙ্গ প্রকল্পের অপারেশন লিড মোস্তফা নুরুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবার রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার প্রমুখ
এটিএম রাকিবুর রহমান সুমন করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) 



















