পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. নবীনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ আজমী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাখোয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রামাণিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান সোহেল, মুক্তিযোদ্ধা সন্তান আহসান হাবিব স্বাধীন, শাকিল আজমী ও বজলার রহমান বিপুল প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















