রাজধানী ঢাকার পাশ দিয়ে বহমান তুরাগের নদী পথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নৌকা ভ্রমণের আয়োজন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার দাখিল বিভাগ।
সম্প্রতি গাজীপুরের টঙ্গী এবং ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বয়ে চলা তুরাগ নদীর ‘তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড’ নামক স্হানে এই ভ্রমন উৎসব অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ আগস্ট) সকাল ১০টায় গাজীপুরের টঙ্গী এলাকার গুটিয়া থেকে ১০৫ সদস্যের একটি টিম সাদা-কালো রঙের টি-শার্ট পড়ে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শুরু করে। নৌকা ছাড়ার পর গান, কৌতুক, গল্প ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সকল সদস্যরা।

সকাল ১১টায় চলন্ত পথে রুটি-কলা সহ হালকা নাস্তা পরিবেশন এবং খাওয়া-দাওয়াকে দারুণভাবে উপভোগ করেন সবাই। নদী চলতি পথে আশে-পাশের প্রকৃতি পরিবেশকে করে তোলে আরো আনন্দ ও উৎফুল্লময়।
দুপুর ২টায় পার্কের ভিতরে সকলের জন্য খাবার পরিবেশন করা হয়। খাবারের আয়োজনে ছিল মোরগ-পোলাও সহ ইত্যাদি। অত্যন্ত আনন্দের সাথে দুপুরের খাবারের আয়োজন শেষ করা হয়।
বিকাল ৪টায় পার্কের মাঠে সকলেই খেলাধুলায় মেতে ওঠেন। খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, নেতা বলেছেন ও কুইজ প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। নদীতে সাঁতার কেটে গোসল করে দারুণ এক মুহুর্ত পার করা হয়। নৌকায় উঠে ফিরতি পথে মিষ্টি, রুটি, আঁখ এবং মজাদার চকলেট পরিবেশন করা হয়। সন্ধ্যা ৬ টার দিকে পুনরায় নৌকা তার গন্তব্যস্থলে এসে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে গনিত বিভাগের শিক্ষক ইব্রাহিম খলিল সুমন। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) জিএস মিসবাহুল হাসান শাওন, ইব্রাহিম শিশিরসহ টাকসুর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দাখিল বিভাগের ছাত্র প্রতিনিধি মাহদী হাসানের পরিচালনায়, আল-আমিনের সঞ্চালনায় এই আনন্দ ভ্রমন সম্পন্ন হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে দাখিল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নাঈম, ক্যাম্পাস করেসপন্ডেন্ট, জাগো২৪.নেটঃ 
























