গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যায় দুর্গত ৫ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও চাউলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু।
ব্যাক্তিগত অর্থে গত কয়েকদিনে উপজেলার কাপাসিয়া, হরিপুর, কঞ্চিবাড়ী, তারাপুর ও বেলকা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন তিনি।
উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, চেয়ারম্যানের বিশেষ সহকারী মো. হাসানুজ্জামান হাসান, জাপা নেতা মো. সাদিকুল ইসলাম বিএসসি ও পল্লব সরদারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট