রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে কৃষক-শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাস্তবায়নে এ প্রশিক্ষণটি সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এসম উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, বারটান আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুননবী, মাঠ সহকারী দারুজ্জামান মিয়াসহ অনেকে।

একইসঙ্গে এসএএও, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী ও অন্যানদের নিয়ে ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণ শুরু হয়েছে। পৃথক দুটি ব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন