গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (৩০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার ঝিলবান্ধা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিতহ জুয়েল মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় জুয়েল মিয়া সিএনজিযোগে তার গন্তব্যে যাচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাক্টর সিএনজিকে ধাক্কা দেয়। এসময় জুয়েল মিয়া গুরুতর আহত হন। তখন তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রু। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ পাওয়া যায়নি।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট