গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) ও শফিরুল ইসলাম(৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই)গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু রবিউল ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও শফিরুল আইয়ুব আলীর ছেলে।
স্বজনরা জানান, শিশু রবিউল ও শফিরুল বিকেলের দিকে বাড়ির পাশে উঠানে খেলছিল। কিছুক্ষণ পর শিশুরা নিখোঁজ হয়।পরে পরিবারের লোকজন খুঁজতে শুরু করলে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখতে পায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।এমন বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















