আমি ও জল কন্যা
কবি হাবিবুর রহমান
আমি ও জল কন্যা
চাঁদের আলোতে হাসি,
তোমার ছায়া ছুই
আমি বাঁজাই গো বাঁশি৷
আমার জল কন্যা
আমার ধরেছে হাত,
তুমি প্রেমের ফুল
আমার প্রেমের রাত৷
আমি ও জল কন্যা
প্রেম পাখি তারা হাসে,
জোনাক ফুল ঘাসে
আমার বুকে সে আসে।
তুমি জলের ফুল জলে
মাখো মাখো চুল,
ঠোঁটের ফোটা ছুই
আমি প্রেম নদী দূল৷
আমি ও জল কন্
যা প্রেম বাগিচার হাসি,
তোমায় ভালোবাসি
বাঁজাই প্রেমের বাঁশি৷
দুজনা ঘর বাঁধি
তুমি কন্যা প্রেম ফুল,
ঠোঁটের ফোটা ছুই
আমি প্রেম নদী দূল।
হাবিবুর রহমান, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. সিংড়া-নাটোর 

























