গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দিলীপ কুমার সরকার (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছে থাকা এক হাজার ৪৬০ পিস টেপেন্টা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাম্পটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুখ বোয়ালিয়া মাষ্টারপাড়া এলাকা থেকে ভারতীয় তৈরী নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ১৪৬০ পিস টেপেন্টা ট্যাবলেটসহ দিলীপ কুমার সরকারকে আটক করা হয়। দিলিপ কুমার বুজরুখ বোয়ালিয়া (মাষ্টারপাড়া) গ্রামের মৃত ধনিরাম সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করার পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

























