বলিউড সিনেমার জনপ্রিয় মুখ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বাবা-মা সিনেমা জগতের কিংবদন্তি হলেও নিজের পরিচয়ে বড় হতেই তিনি বেশি পছন্দ করেন। তাই তো ক্যারিয়ারের শুরু থেকেই পরিশ্রম ও মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। কাজের জন্য ভক্তদের থেকে পাচ্ছেন ভালোবাসাও। তবে এবার তার বিরুদ্ধে অর্থ নিয়ে কাজ না করার অভিযোগ উঠেছে।
সোনাক্ষী দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েও তাতে যোগ দেননি। ওই টাকা ফেরানোর জন্য তাকে অনুরোধ করা হলেও তিনি তা ফেরত দেননি। এ নিয়ে কয়েকদিন আগে ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করে। তবে সেই সময়ে বিষয়টি নিয়ে সোনাক্ষীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোনাক্ষী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। নিজের টুইটারে একটি বিবৃতির মাধ্যমে তিনি জানান, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি সত্যি নয়। মঙ্গলবার (৮ মার্চ) এক টুইটে এমন দাবি করেন ‘দাবাং’খ্যাত এই অভিনেত্রী। এরপর সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সোনাক্ষী বলেন, ‘মিডিয়ায় খবর ছড়িয়েছে আমার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অথচ এ খবরে কোনো কর্তৃপক্ষের বক্তব্য নাই, কোনোরকম যাচাই বাছাইও করা হয়নি। এটি সম্পন্ন কল্পকাহিনি, আমাকে হেনস্তা করার জন্য একটি মহল কাজটি করেছে। সকল মিডিয়া হাউস, সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ, এই ভুয়া খবরটি আর প্রকাশ করবেন না।
দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েও তাতে যোগ দেননি সোনাক্ষী। ওই টাকা ফেরানোর জন্য বারবার তাকে জানিয়েও লাভ হয়নি। এরপর সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা। সুত্রঃ সিটি নিউজ ঢাকা