মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ শেখ (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৫ মে) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্যাম্পাটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতার পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের নুর আলমের ছেলে সবুজ শেখকে আটক করা হয় এবং একই সঙ্গে তার কাছ থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সবুজ শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে। আটককৃত সবুজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন