মা-বাবা হলেন বলিউড অবিনেত্রী সোনম কাপুর-আনন্দ আহুজা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম। শনিবার মুম্বাইতে সন্তানের জন্ম হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
অভিনেত্রী ও রণবীর কাপুরের মা নীতু কাপুর আনন্দের এ খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি শুভেচ্ছা জানিয়েছেন সোনম-আনন্দ আহুজার বাবা-মাকে।
কাপুর-আহুজা দম্পতির পক্ষ থেকে ছেলের জন্মের খবর জানিয়ে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাতে লেখা, ‘২০.৮.২০২২ এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু, তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ।’
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর-আনন্দ আহুজা। ২০২২ সালের মার্চে মা-বাব হবেন বলে জানান দম্পতি। ইংল্যান্ডেই ছিলেন সোনম; জুলাইতে মুম্বাই ফেরেন তিনি। দৈনিক বাংলা