শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পা‌লিত

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর)
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বি‌ভিন্ন কর্মসূচীর মধ‌্য দিয়ে ০৭ ডি‌সেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস পা‌লিত হয়েছে। দিবস‌টি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প‌রিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে পুষ্পমাল‌্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় এ সময় উপ‌স্থিত ছিলেন উপ‌জেলা আ’লী‌গের সভাপ‌তি (ভারঃ) অধ‌্যাপক নুরুল আমীন রাজা, উপজেলা প‌রিষদের ভাইস-‌চেয়ারম‌্যান শ‌ফিউর রহমান মন্ডল মিলন, ম‌হিলা ভাইস-‌চেয়ারম‌্যান রওশন আরা আলম রীনা, পীরগঞ্জ থানার ওসি জা‌কির হোসেন, মৎস‌্য কর্মকর্তা আ‌মিনুল ইসলাম, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল কুমেদপুর ইপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলামসহ সরকা‌রি কর্মকর্তাবৃন্দ। অপর দিকে হানারদার মুক্ত দিবস উপলক্ষে দুপুরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ বঙ্গবন্ধু চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে পুষ্পমাল‌্য অর্পন ক‌রে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন- উপ‌জেলা আ’লী‌গের সভাপ‌তি (ভারঃ) নুরুল আমীন রাজা, সাধারন সম্পাদক পৌর মেয়র তা‌জিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ বিজ্ঞান ও কা‌রিগ‌রি কলেজের অধ‌্যক্ষ খ‌লিলুর রহমান, উপ‌জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লী‌গের সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়াসহ যুবলীগ, ছাত্রলী‌গের নেতৃবৃন্দ। এ দিকে দিবসটি উপলক্ষে অন লাইন নিউজ পোর্টাল জাগোবাহে ২৪ ডটকমের পক্ষ থে‌কে পুষ্পমাল‌্য অর্পন করেন প‌ত্রিকার সম্পাদক সাংবা‌দিক আকতারুজ্জামান রানা, সাংবা‌দিক মামুনুর র‌শিদ মেরাজুল, সাংবা‌দিক শাহ্ মোঃ রেজাউল ক‌রিম প্রমুখ। মহান মু‌ক্তিযুদ্ধে শহী‌দদের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে বাদ যোহর উপ‌জেলা প‌রিষদ ও গোডাউন জা‌মে মস‌জিদে বিশেষ দোয়া অনু‌ষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন