গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৯৫ গ্রাম হেরোইনসহ মোশারফ হোসেন মশা (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার মার্কেন্টাইল ব্যাংকের সামনে পাকারাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৯৫ গ্রাম হেরোইনসহ মোশারফ হোসেন মশাকে গ্রেফতার করা হয়। সে নীলফামারীর জলঢাকা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘিদন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃক মোশারফের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট