দিনাজপুরে ৬ মার্চ থেকে শুরু হচ্ছে ৮দিনব্যাপি শিশু-কিশোর নাট্যৎসব। নাট্যোৎসবে মঞ্চায়িত হবে শিক্ষার্থীদের অভিনীত ১৯টি শিক্ষামূলক নাটক। একটি টিকিট ক্রয় করেই ৩টি করে নাট্যৎসবের নাটক উপভোগ করতে পারবেন সব শ্রেণির দর্শকেরা। গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাট্যৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজক ঐতিহ্যবাহী নাচ্য সমিতির সভাপতি চিত্তঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।
আয়োজক দিনাজপুরের শতবর্ষী সংগঠন নাট্য সমিতির নিজস্ব মঞ্চে উদ্বোধনের দিন ৬ মার্চ বিকাল ৫টায় মঞ্চায়ন হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাবুলিওয়ালা’ নাটক। এর পূর্বে আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পকলার একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ অন্যান্যরা।
আয়োজকরা আরো জানান, ৬-২০ মার্চ পর্যন্ত ৮দিনে একে একে মঞ্চায়ন করা হবে ‘কাবুলিওয়ালা’, অস্তিত্বের সন্ধ্যানে, মালেকার বিয়ে, অগ্নিগীরি, বাসেত মিয়ার জমি, ডাকঘর, দেশি মুরগী বনাম বিদেশী মুরগী, সিলেবাসের বাইরে প্রধান শিক্ষক, ডেল্লাখের গল্প, বাড়িয়ে দাও হাত, চিকটিক, জুতা আবিষ্কার, কালোছায়া, দুষ্টুবাঘ, ইভটিজিং, ছুটি, সুকুমার রায়, খুকির শিক্ষাসফর এবং খ্যাতির বিড়ম্বনা’ নামক শিক্ষামূলক নাটকসমূহ। শিক্ষার্থীরা প্রতিটি নাটকেই অভিনয় করবেন।
সংবাদ সম্মেলনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সুলতানা কামাল উদ্দিন বাচ্চু, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা বেগম, সেতারা বেগম, শহীদুল্লাহ, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম খোকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।