মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাওমির চশমায় শোনা যাবে গান

শিগগিরই স্মার্ট চশমা বাজারে আনছে শাওমি। এই চশমায় গান শোনা যাবে। এতে থাকছে অগমেন্টেড রিয়েলিটি।

ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশন চশমায় দেখা যাবে। থাকবে নেভিগেশন। হেডফোন ছাড়াই এই চশমায় গান-বাজনা শোনা যাবে।শাওমি তাদের স্মার্ট গ্লাসে ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন-এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে।

সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।

জনপ্রিয়

শাওমির চশমায় শোনা যাবে গান

প্রকাশের সময়: ১১:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

শিগগিরই স্মার্ট চশমা বাজারে আনছে শাওমি। এই চশমায় গান শোনা যাবে। এতে থাকছে অগমেন্টেড রিয়েলিটি।

ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশন চশমায় দেখা যাবে। থাকবে নেভিগেশন। হেডফোন ছাড়াই এই চশমায় গান-বাজনা শোনা যাবে।শাওমি তাদের স্মার্ট গ্লাসে ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন-এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে।

সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।