আমার তরীর যাত্রী
— এডি জাহিদ।
আমি চাঁদ ধরার ফাঁদ পেতে রাখবো তোমার বাড়ির আঙ্গিনায়
পূর্ণিমার চাঁদকে স্পর্শ করে
আমার কবিতা কথা বলবে
বহু ব্যঞ্জনায়।
উঠোনের কোণে
ছোট্ট ফুল বাগানের উপর
ঝুলিয়ে দেবো ঝকঝকে একটুকরো চাঁদ,
কোজাগরী জোছনার স্নানে
ছলছল কলকল ধ্বনিতে
আনন্দে উল্লাসে মেতে উঠবো দু’জনে
গ্রহণ করবো আজন্ম পোষিত স্বপ্ন পূরণের স্বাদ।
প্রিয় বেলীফুলের ম-ম গন্ধে মাতাল হবো,
গোধূলি লগনে,
পাখির কূজনে
আলোর নাচনে
তাল মিলিয়ে গেয়ে
উঠবে প্রিয় গানের সঞ্চারী,
তখন তুমি হবে শুধু আমারি।
সূর্যের বাসা বেঁধেছি বুকে
নক্ষত্র ঘুমায় আমার চোখে
ভালোবাসার আলো পথ দেখাবে
আঁধারের ভয় দূরে রেখে।
সাহসের হাতে হাল ধরে আছি,
আমি উত্তাল দরিয়ায় কান্ডারি
চন্দ্র সূর্য নক্ষত্রের সাথে,
তুমি আমার তরীর যাত্রী।
এডি জাহিদ, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

























