শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: মহি দাদু

মহি দাদু

কবি হাবিবুর রহমান

 

আমার দেহে ঘামের খেলা হাতে নিই তাল পাখা,

 শান্তি নেই যায়না বেলা আমার গা ঘামে মাখা৷

গরমে কিছু ভালো লাগেনা মহি দাদু বিড়ি টানে,

আমি বসে আছি ধোয়া উড়ে ইনু ঝড় তুলে গানে।

রাত লাগলে পাগল হই ঘামেরা হাসি ছড়ায়,

মহি দাদু গামছা ভিজায় আমি জড়িয়েছি গায়।

মহি দাদু তাস খেলে বসি সাঙ্গ পাঙ্গ কাছে আসি,

আমি মিন্টুর শুনি বাঁশি গরমে ফুটলো হাসি৷

মহি দাদু খুসখুস কাঁশি তাশ খেলায় হারেনা,

আমি গরমে হই পাগল দুচোখে ঘুম আসেনা।

মহি বিড়ির প্যাকেট খুলে ধোয়াতে ভড়েছে ঘর,

আমি ঘুমে চাঁদর বিছাই ইনু মিনু খায় চড়৷।

মহি দাদুর শব্দ শুনি চড়ে কাঁপে ঘর বাড়ি,

ইনু পালায় পায়না গাড়ি ভাঙ্গি পান্তার হাড়ি৷

কবিতা: মহি দাদু

প্রকাশের সময়: ০৭:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

মহি দাদু

কবি হাবিবুর রহমান

 

আমার দেহে ঘামের খেলা হাতে নিই তাল পাখা,

 শান্তি নেই যায়না বেলা আমার গা ঘামে মাখা৷

গরমে কিছু ভালো লাগেনা মহি দাদু বিড়ি টানে,

আমি বসে আছি ধোয়া উড়ে ইনু ঝড় তুলে গানে।

রাত লাগলে পাগল হই ঘামেরা হাসি ছড়ায়,

মহি দাদু গামছা ভিজায় আমি জড়িয়েছি গায়।

মহি দাদু তাস খেলে বসি সাঙ্গ পাঙ্গ কাছে আসি,

আমি মিন্টুর শুনি বাঁশি গরমে ফুটলো হাসি৷

মহি দাদু খুসখুস কাঁশি তাশ খেলায় হারেনা,

আমি গরমে হই পাগল দুচোখে ঘুম আসেনা।

মহি বিড়ির প্যাকেট খুলে ধোয়াতে ভড়েছে ঘর,

আমি ঘুমে চাঁদর বিছাই ইনু মিনু খায় চড়৷।

মহি দাদুর শব্দ শুনি চড়ে কাঁপে ঘর বাড়ি,

ইনু পালায় পায়না গাড়ি ভাঙ্গি পান্তার হাড়ি৷