বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার সমর্থনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে আনন্দ শোভাযাত্রা করেছে সমর্থকরা।
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা শহরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব এর ব্যানারে একটি বিরাট শোভাযাত্রা বের হয়।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রার শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
আর্জেন্টিনার জার্সি গায়ে এবং রং-বেরঙের ফেস্টুন ও পতাকা নিয়ে শোভাযাত্রাটিতে পরে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সন্ধ্যায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রায় ফাইনালে প্রিয় দলের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করে সমর্থকরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























