শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

পাবনায় খেজুরের রস পান করে শিশুর মৃত্যু

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন নিপা ভাইরাসের আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুটির নাম মো. সোয়াদ (৭)। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। এ নিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।
রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘গত শুক্রবার সকালে খেজুরের কাঁচা রস খেয়েছিল সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি হয়ে শিশুটি অচেতন হয়ে যায়। ওই দিন বিকেলেই তাকে রামেক হাসপাতালে আনা হয়।’
তিনি আরো বলেন, ‘অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে শিশুটিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার নিপা ভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।’
এর আগে, চলতি বছরের প্রথম সপ্তাহে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন