পাবনা জেলা ব্যাটারি চালিত অটোবাইক মালিক ও চালক সমিতির নামে সাধারণ চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে সাধারণ চালকরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মুজাহিদ ক্লাব মোড়ে সাধারণ অটোচালকরা একত্রে হয়ে এই প্রতিবাদ করেন।
এসময় তারা জানান, পৌর এলাকায় যানজট নিরষনের লক্ষ্যে পৌরসভার নিবন্ধিত সকল অটোবাইক লাল ও হলুদ রং করে প্রতিচালকদের কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নিচ্ছে এবং প্রতি মাসে ৩শ’ টাকা হারে মাসিক চাঁদা আদাই দাবি করছে। এই অবৈধ কমিটি বাতিলের দাবি করেন সাধারণ চালকরা। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিদেন।