শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রী হত্যা মামলায় জাহাঙ্গীর আলম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলা দেড়বছর পলাতক ধাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে জাহাঙ্গীর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) গ্রেয়তারকৃত আসামিকে গাইবান্ধা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার কিশোরগাড়ী ইউানয়নের কাঁতুলি (আসমতপুর) গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।

জানা যায়, স্ত্রী হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই  জাহাঙ্গীর পুলিশি গ্রেফতার এড়াতে পলাতক জীবনযাপন করতে থাকে। গত প্রায় দেড় বছর সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতারে  ব্যর্থ হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে বুধবার (১ ফেব্রুয়ারি)  ঢাকা মহানগরীর আদাবর থানা এলাকার সুনিবিড় হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মাসুদ রানা বলেন, আসামি জাহাঙ্গীর আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন