মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

‘জীবনের রঙ বদলায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩

গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাহিত্যিক-সাংবাদিক গোবিন্দ লাল দাসের আত্নজৈবনিক উপন্যাস ‘জীবনের রঙ বদলায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) গাইবান্ধা প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতলুবর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সাংবাদিক অমিতাভ দাস হিমুন, জিয়াউল জক জনি, দীপক কুমার পাল, সিদ্দিক আলম দয়াল, আরিফুল ইসলাম বাবু, মাহফুজ ফারুক, রিকতু প্রসাদ, শরিফা ইসলাম রানী, শিরিন আকতার প্রমুখ।

বক্তারা বলেন, জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম বই। গোবিন্দ লাল দাসের এই লেখনীর জন্য তাকে সাধুবাদ ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, ১১২ পৃষ্ঠার গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ এবং প্রকাশনা করেছেন অস্তিত্ব প্রকাশনী। বর্ণবিন্যাসে আতোয়ার রহমান, রোকনুজ্জামান রোকন ও শাহারুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন