দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপিত হয়েছে। গতকাল ১৭ মার্চ শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথেই উপজেলা প্রশাসনের আয়োজনে পতাকা উত্তোলনপূর্বক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় সহকারি কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার প্রমূখ বক্তব্য রাখেন।