দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। দিবসটি উপলক্ষে গতকাল ১৭ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে কেক কাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাকেরহাট দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও কেক পৃথকভাবে দিবসটি নানা আয়োজনে উদযাপিত করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।