দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আমেনা-বাকী (এবি) ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় আমেনা-বাকী কলেজ ক্যাম্পাসে দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবসে এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের নেতৃত্বে চতুর্থ বার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ৫ শতাধিক বিভিন্ন রোগীকে ফ্রি চিকিৎসা, ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শনের সময় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরীব, অসহায় ও হতদরিদ্র অসুস্থ রোগীরা সহজে ভাল ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। বঙ্গবন্ধুর জন্মদিনে এসব রোগীদের চিকিৎসা সেবা তাদের দোড়গড়ায় পৌঁছে দিতে কাজ করছি। আমাদের এধরনের কার্যক্রম বা চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. শামীমা আমজাদ, ডা. রাশিদা সুলতানা, ডা. আমিনুল ইসলাম, ডা. বি কে বোস, ডা. অধ্যাপক সাকি মো. জাকিউল আলম, ডা. মামুনুর রশিদ, ডা. মো. রায়হান সাঈদ, ডা. ফাহমিদা এশা, ডা. আবু হাসনাত সরকার, ডা. মো. আব্দুল্লাহ চয়ন প্রমূখ চিকিৎসা সেবা প্রদান করেন।