মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২০ অপরাহ্ন

হিলি সীমান্তে টিসিবি পণ্য বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, দিনাজপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
রমজান উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি ও ছোলা পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা। তবে এবার প্যাকেজের সাথে ১ কেজি ছোলা যুক্ত হওয়ায় আগের থেকে প্রতিটি প্যাকেজ মূল্যে দাম বেড়েছে ৫০ টাকা।
শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় হিলি চারমাথায়   এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।
এবার উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল ও ১ কেজি ছোলা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন