শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী স্মৃতি হা-ডু-ডু অনুষ্ঠিত 

শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩

আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাকে মানুষের মাঝে ফিরিয়ে আনতে লালমনিরহাটে অনুষ্ঠিত হল বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী ভূঁঞা স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্ট। এর চুরান্ত খেলা পশ্চিম বড়ূয়া রোটারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে উক্ত খেলায় কুলাঘাট একাদশ ৬৩ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় অপরদিকে নবীনটারি একাদশের পয়েন্ট ছিল ৩৬।

পশ্চিম বড়ূয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক কবি-সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রাক্তন জেলা কমান্ডার লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ,প্রাক্তন উপজেলা কমান্ডার লালমনিরহাট ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রাক্তন ইউনিট কমান্ডার, কুলাঘাট ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, বাংলাদেশ আ. লীগ কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, স্বেচ্ছাসেবক লীগ, লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্টু, জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত ও পাস্ট প্রেসিডেন্ট রোটারী ক্লাব অফ লালমনিরহাট হারুন অর রশিদ, খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী প্রমুখ।

এ সময় তিস্তা কেয়ার খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হারানো গ্রাম বাংলার এই ঐতিহঢবাহী খেলা দেখতে পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয মাঠে শত শত জনতার ঢল নামে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন