লালমনিরহাটে ফিজিক্যাল চ্যালেঞ্জ ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল বুধবার। যার মধ্যে ছিল দুইটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ।
বুধবার(১৮ই অক্টোবর) লালমনিরহাট সরকারি কলেজ মাঠে ফিজিক্যাল চ্যালেঞ্জ ভারত-বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত খেলার মধ্য দিয়ে পর্দা নামল। চুড়ান্ত টি-২০ ম্যাচে বাংলাদেশ বিজয়ের মধ্য দিয়ে ১-৫ সিরিজ জয় তুলে নেয়। চুড়ান্ত খেলায় ভারত ৪ উইকেটে ১০০রান করে জবাবে বাংলাদেশ ৩ ওভার বাকি থাকতে ৩ উইকেটে বিজয় নিশ্চিত করে।ভারত বনাম বাংলাদেশ সিরিজে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয় ৪টিতে বাংলাদেশ বিজয়ী এবং ১টি ম্যাচে ভারত বিজয়ী হয়।
চুড়ান্ত খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
পুরস্কার বিতরনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
সমগ্র বাংলাদেশের ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট খেলোয়াড়দের একত্রিত করে তাদের প্রতিভা ছড়িয়ে দিতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন। সংগঠনটি ইতিপুর্বে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল, এবার তারা আন্তর্জাতিক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের মধ্যকার টুর্নামেন্টের মধ্য দিয়ে যাত্রা শুরু করল।
ফাউন্ডেশনের সভাপতি লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, ফিজিক্যাল চ্যালেঞ্জ মানুষগুলো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অবদান রাখতে চায় তাদের সেই প্রতিভা আছে আমারা এই মেসেজটি মানুষকে দিতেই সংগঠনটির জন্ম দিয়েছি।
আমরা চাই ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের জন্য সরকার এগিয়ে আসুক, পৃষ্ঠপোষকতা পেলে তারাও কিছু করে দেখাতে পারে এটার শুরুটা আমরা করে দিলাম।আগামীতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে কাজ করছি,সেক্ষেত্রে সরকারি সহযোগীতা দরকার রয়েছে।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
























