লালমনিরহাটে আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে কারাতে একাডেমি লালমনিরহাটের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা লালমনিরহাটের সহযোগিতায় এ কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় কারাতে একাডেমি লালমনিরহাটের সভাপতি এ.কে.এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বিশিষ্ট সমাজ সেবক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও জেলা ক্রীড়া সংস্থা লালমনিরহাটের সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন। সঞ্চলনা করেন কারাতে একাডেমি লালমনিরহাটের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক আবু আশকর সিদ্দিক পরশ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

























