সোনালী আলো
..এডি জাহিদ
-সাত সাগরের মাঝি হয়ে ছিলে তুমি তৃষিত
দৃঢ় প্রার্থনা ছিল তোমার
একমুঠো সোনালী আলোয় ভরা রূপরেখা
একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীনতার স্বপ্ন।
তুমি করেছিলে পানীয় ব্যবস্থা ক্ষুধার্ত
জনগণের অন্য বস্ত্র চিকিৎসা
আর শিক্ষার যোগান করেছিলেন দান ,
নিজ দেশের ভাগ্য অন্বেষণে করেছিলে তুমি
সবার জন্য ঠিকানা।
রাজনীতির ভাগ্য অন্বেষণ দাতা তুমি
এখন সেই অন্য বস্ত্র পানীয় সুখের সাগর করতে গিয়ে
হে নেতা তুমি হয়েছিলে বলীয়ান।
দেশ সম্ভার অতুলনীয়।
তার পরেও, তার পরেও এখনো মাটি
দ্বীর্ঘশাস তুলে তোমার জন্য শোকে মুহ্যমান।
মৃত্যুর পর আমারা আর একটি
জন্মের অধীরতায় চেয়ে আছি সব,
বৃক্ষরা এখনো দীর্ঘকাল বিনা যত্নে ক্রন্দনরত।
বাতাসের হা হা কার
আমার অশ্রু ঝরা চোখের কোনায়
কাজল কালো দাগ জমে আছে।
তৃষ্ণার পানি য় বা ক্ষুধার অন্নের আশায় নয়। প্রশ্ন??
শুধুই চাওয়া তোমার সেই তৃষিত
আশা তোমার সেই কন্ঠের সফলতা
তোমার সেই দৃঢ় বাণী
সঠিকভাবে ধরে রেখেছি কি আমরা???
এখনো কুলাঙ্গারেরা অনৈতিক কাজে ব্যস্ত,
এখনো কুলাঙ্গারেরা
ইজ্জত নিয়ে খেলা করে মা বোনের ।
তোমার জন্য দুঃখ হয় হে নেতা!!
তুমি যদি বেঁচে থাকতে হয়তো হতো না এ অবস্থা।
বারবার মনে পড়ে তোমার দৃঢ়তা
ভরা বাক্যের শব্দ আজও কানে বেজে ওঠে শিহরে উঠে গা।
সোনালী ফসলের মাঠ কখনো হাসে কখনো উঠে কেঁদে।
রয়েছো তুমি স্মৃতির মিনারে।
অপরূপ রূপে ভরা তোমার
সোনার বাংলায় তোমার সোনার দেশে।
তোমার হাতে গড়া রূপের মাধুরী মিশিয়ে কৃষকের হাসি।
তার পরেও আছে ক্রন্দন আছে মলিন মুখ খানি।।
সোনালী সবুজ ফসলের মাঠে
জনতার আঁচলে একমুঠো আলোয়
ঝিলিমিলি সকাল সন্ধ্যা
সেই অপরূপ চাঁদ মনে করে তোমাকে।
তার পরেও তোমাকে হারানোর বেদনা
ভুলিতে পারিনা ভুলিতে পারিনা।
তুমি সোনালী আলোয় ভরা এক মুঠো রুপালি চাঁদ।
হে দেশ বরেণ্য কবি এসব শুধুই
তোমার জন্য লেখেছি আমি ছোট্ট জাহিদ
এডি জাহিদ, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

























