শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতাঃ ধর্মের বাণী

ধর্মের বাণী
—এডি জাহিদ।

আল্লাহ কভূ তা ভাবে না,
জাত কুল তা বোঝেনা
কে ডাকল কে ডাকিলো না
সবাই কে সে খাবার দিল
কাউকে বাকি রাখিলো না।।

যেজন তাহার নিন্দা করে
নেয় না তাহার খাবার কেড়ে
সিজদাতে যে রাত্রি কাটায়
দেয় না তারে পাতিল ভরে।

সবার লাগি একটা মাত্র
ভুবন তিনি করিলেন দান
থাকতে সবাই মিলেমিশে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান।।

মুসলমানের আজান যেমন
স্পষ্ট করে শুনেন তিনি,
তেমনি শুনেন স্পষ্ট করে
হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের সেবারধ্বনি।।

মুসলমানরা ডাকলে আল্লাহ
ভগবান তো কয় না কিছু
মিছেমিছি আমরা কেনো একে
অন্যের লাগছি পিছু।

ধর্ম কি বা ,কয় কাহারে
আমরা আজ ও বুঝিনি ভাই
ধর্ম পট্টি চোখে বেঁধে
আমরা আজও অন্ধ সবাই।

কোন ধর্মই জাত চেনে না
সকল ধর্মই মানুষ চেনে
মানুষ ভালবাসতে হবে
জাত চিনে নয় মানুষ জেনে।

মানব সেবা করতে হবে
এটাই ধর্মের মর্মবাণী
ধর্ম যদি বুঝত মানুষ
থাকত না এই হানাহানি।।

দিনের শেষে আঁধার বেশে
আর না করি বাড়াবাড়ি ,
মোরা সবাই মাটির তৈরি
মাটিতেই হবে মেশা মিশি।

জনপ্রিয়

কবিতাঃ ধর্মের বাণী

প্রকাশের সময়: ০৯:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

ধর্মের বাণী
—এডি জাহিদ।

আল্লাহ কভূ তা ভাবে না,
জাত কুল তা বোঝেনা
কে ডাকল কে ডাকিলো না
সবাই কে সে খাবার দিল
কাউকে বাকি রাখিলো না।।

যেজন তাহার নিন্দা করে
নেয় না তাহার খাবার কেড়ে
সিজদাতে যে রাত্রি কাটায়
দেয় না তারে পাতিল ভরে।

সবার লাগি একটা মাত্র
ভুবন তিনি করিলেন দান
থাকতে সবাই মিলেমিশে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান।।

মুসলমানের আজান যেমন
স্পষ্ট করে শুনেন তিনি,
তেমনি শুনেন স্পষ্ট করে
হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের সেবারধ্বনি।।

মুসলমানরা ডাকলে আল্লাহ
ভগবান তো কয় না কিছু
মিছেমিছি আমরা কেনো একে
অন্যের লাগছি পিছু।

ধর্ম কি বা ,কয় কাহারে
আমরা আজ ও বুঝিনি ভাই
ধর্ম পট্টি চোখে বেঁধে
আমরা আজও অন্ধ সবাই।

কোন ধর্মই জাত চেনে না
সকল ধর্মই মানুষ চেনে
মানুষ ভালবাসতে হবে
জাত চিনে নয় মানুষ জেনে।

মানব সেবা করতে হবে
এটাই ধর্মের মর্মবাণী
ধর্ম যদি বুঝত মানুষ
থাকত না এই হানাহানি।।

দিনের শেষে আঁধার বেশে
আর না করি বাড়াবাড়ি ,
মোরা সবাই মাটির তৈরি
মাটিতেই হবে মেশা মিশি।