সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুর রহমান উজ্জল (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আতিকুর রহমান উজ্জল গোবিন্দগঞ্জ উপজেলার মেকুরাই গ্রামের মোজাম্মেল হক ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ মার্চ) ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার মেকুরাই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়  ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জলকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উজ্জল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। উজ্জলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে এবং  আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন