মাটি
হাবিবুর রহমান সিংড়া, নাটোর,
রহমান আমাকে মাটি আশ্রয় দিলে,
তোমার বুকে শান্তি মিলে।
গল্প করি মাটির সাথে,
কবি কবিতার মালা গাঁথে।
আমি মাটির বুকে লাফাই,
মাটির বুক পায়ে খচাই।
আমি মাটিকে কষ্টে রাখি,
আমি ছুটে যাই ধরি পাখি।
আমি গাছের মতনি বারি,
আম জাম ফুল ফল পারি।
মাটির বুকে প্রাসাদ গড়ি,
আমি জ্বালাই পুড়ে খড়ি।
মাটির বুক পায়ে খচাই,
কোদাল মারি লাঠি পেটাই।
আমি পাপের সাম্রাজ্য গড়ি,
আমি মাটিকে বলিনি সরি।
মাটিতে ফুটাই অহংকার,
আমি মানিনি জীবনে হার।
আমি মরি পরিচয় লাশ,
আশ্রয় দাতা মাটি ও বাঁশ।
আমি মাটিতেই বেড়ে উঠি,
লাশ হই ক্ষমা কর মাটি।
লেখক, হাবিবুর রহমান, জাগো২৪.নেট, সিংড়া (নাটোর) 















