গাজীপুরের শ্রীপুরে ছিন্নমূল পরিবারের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সহযোগিতা করেছে বিশ্বব্যাপী বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা (বিবিএইচ)। এসময় খাবারগুলো পেয়ে উপকারভোগীরা খুশি হন।
শুক্রবার (৩১ অক্টবর) বিকালে শ্রীপুরের কেওয়া আকন্দপাড়া হাজ্বী শাহাবুদ্দিনের বাড়ি মসজিদ হতদরিদ্রদের মাঝে চাউল, তেল, ময়দা, আলুসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করা হয়।
বিবিএইচ’র সদস্য মুন্না মিয়ার সার্বিক তত্তাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- সদস্য সুলতান, নজরুল, আজিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
জানা যায়, বিবিএইচ হলো- একটি বিশ্বব্যাপী বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা। যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। ১৯৮২ সালে জন বার্টল, স্যার নাইজেল বোগল এবং ফিলিপ হেগার্টি দ্বারা প্রতিষ্ঠিত। এর বিশ্বব্যাপী অফিস রয়েছে এবং এটি তার উদ্ভাবনী এবং সৃজনশীল বিজ্ঞাপনের জন্য পরিচিত, যা ভোগ্যপণ্য, প্রযুক্তি, মোটরগাড়ি এবং অর্থসহ একাধিক শিল্পের ক্লায়েন্টদের সেবা প্রদান করে।
কোম্পানিটি ব্রিটিশ এয়ারওয়েজ, জাগুয়ার, এইচ এন্ড এম এবং অ্যাডিডাসসহ অনেক সুপরিচিত ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন পরিষেবা প্রদান করেছে ও অসংখ্য ক্লাসিক বিজ্ঞাপন প্রচারণা তৈরি করেছে।
প্রতিষ্ঠার পর থেকে বিবিএইচ সর্বদা একটি জনকেন্দ্রিক কর্মকান্ড মেনে চলে এবং সংস্থাটি যেখানেই থাকে না কেন, তাদের সেবা কার্যক্রম কখনও বন্ধ করেনি। হতদরিদ্রদের সাহায্য করায় এর মূল লক্ষ্য, এবং সেবা কার্যক্রমের মাধ্যমে আরও বেশি দারিদ্র্যপীড়িত মানুষকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সংস্থাটির প্রতিনিধি জানান, বাংলাদেশ সরকার আমাদের কোম্পানির প্রকৃতি সম্পূর্ণরূপে জানেন ও বোঝে। বাংলাদেশ সরকার বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছে। এই সহযোগিতা কেবল আমাদের সক্ষমতার স্বীকৃতি নয় বরং আমাদের কোম্পানির বৃদ্ধি এবং সম্প্রসারণের একটি লক্ষণও।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















