একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা একটি অগ্রসরমান জাতি গঠনে নিয়ামক হিসেবে কাজ করতে পারে। অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসরোধে গণমাধ্যম বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একটি নিষ্কলুষ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।
সাদুল্লাপুর থেকে প্রকাশিত jago24.net অনলাইন নিউজ পোর্টালটি বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের উন্নয়নের ধারা ত্বরান্বিত অব্যাহত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
পোর্টালটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ-দশের কথা বলে মাটি ও মানুষের আরো কাছে পৌঁছাতে সক্ষম হবে এই প্রত্যাশা আমাদের সবার। আগামী পহেলা ডিসেম্বর jago24.net এর ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছাসহ সাফল্য কামনা করছি। শুভ হোক আগামীর পথচলা।
শুভেচ্ছান্তে
মো. মেনাজ
উপজেলা প্রকৌশলী
এলজিইডি
সাদুল্লাপুর, গাইবান্ধা।
জাগো২৪/১৫
বিজ্ঞাপন ডেস্ক 























